এই পথ,জলাভূমি কিংবা গিরিগাদে
অথবা খুব অন্ধকারে-মৃত চাঁদ, মৃত ঘাসফরিং,
নোংরা ডেক-কুৎসিত মানুষ!

এখনো অনর্গল জনস্রোত,
হয়তোবা এটিও এক প্রকার জনযুদ্ধের পূর্বক্ষণ!
দৃশ্যত; প্রতিবিম্ব-
মেন্দেলা,ক্যাস্ত্রো,গিয়াপ চে, হো চো মিন
কিংবা মুজিবের।

এবং
কতিপয় মহামারীর বিলুপ্তকালে
আমরা মেতে উঠি  উৎসবে!
আমাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে একদল কালোবিড়াল!