জলঢোঁড়া 'র মত বড্ড খ্যচমচ তোর স্বভাব
বুক তোর কাঁদামাটি!
চন্দ্রবোড়াও তো হতে পারিস,
বিষে বিষ ঢালতাম!
সঙ্গোপনে-
লুকায়িত স্বপ্নের ডানা ভেঙ্গে ফেলেছিস!
বলছিলাম-
তীষ্ণার্ত গভীরতায়-
ছন্দময়ী জালে বেঁধে রাখতেও তো পারিস!
মায়াবতী মেঘের আড়ালে-
আমারও যে চাই উষ্ণতা।