একটি লাশ
কিছু মানুষের জটলা এবং
গুটিকয় সাংবাদিকের উপস্থিতি।
যথারীতি পরদিন
খবরের কাগজে ছোট্ট একটি শিরোনাম
"রাস্তার ধারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার"
যুবকটি হয়তো আমি, কিংবা
আমার মতো অন্যকেউ
হতে পারে সে একজন বিপ্লবী
সমাজ ভাঙতে চেয়েছিল,
কিংবা
হতে পারে বেশ্যার দালাল,
সমাজ তাঁকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে।
এই শহরের বুকে যখন হাঁটতে থাকি
কতিপয় ছায়া আমাকে তাড়িয়ে বেড়ায়...
আমি তখন খুন হতে থাকি!
চাঁদমাখা রাত্রিতে
শহরের বুকে তখন হুইসেল বেজে উঠে!