কালান্তরে মিশ্র সংস্কৃতির প্রবেশ,
ধেইধেই করে লাফাচ্ছে উদ্ভট শব্দাবলী ।
পরাসী বিপ্লব কিংবা তারও
কিছুকাল পর থেকে আজ অব্দি
বিবর্তণের ক্রমাগত দৌড়ঝাপ।
পুঁজি দৌড়াচ্ছে
নগ্নতাও.....
পাল্টে গেছে উত্তর মনুষ্যলোক।
সামন্তপ্রভুগণের পুনজন্ম হয়েছে
মহাসাড়ম্ভরে খেলছে ওরা
যুদ্ধ যুদ্ধ খেলা কিংবা হতে পারে
পুঁজি ও রক্তের উল্লাস!
তেমনি করে আমাদের
বুকের জমিনে আজ শ্যওলা জমেছে।