বৃষ্টিরও নিজস্ব ভাষা আছে
শান্ত, ভেজাভেজা অনুভব,
কখনওবা প্রকৃতিগত অনুরাগ,

শুদ্ধ হই কিংবা আত্মাবিনাশী।

বৃষ্টিজলে হাঁটি,
মনে শিহরণ জাগাই।
ডুব দিই স্মৃতি-বিস্মৃতির অতলে
বৃষ্টিশব্দে কবিতা জেগে উঠে।