গাছের ঢালে ঢালে পাখির কলতান
জলমাটিতে কাঁকড়াবিচের বিচরণ,
শরীরে সূর্যঢেউ, আলোছায়ার ঘুরাঘুরি....
অথচ আমার দৃষ্টি ঝুলে থাকে তোমার দিকে
যেমনটি মাচানে ঝুলে থাকে কচি লাউ!
তুমি, আবহমান বাংলার এক রূপসী নারী!
বৃষ্টিফোঁটার মতো স্নিগ্ধ তোমার মুখ
তোমার বক্ষযুগলের বিস্ফোরক প্রতিক্রিয়ায়
আমার মস্তিষ্কে শুরু হয় ভীষণ হাঙ্গামা
আমি তখন অবিরত বৃষ্টির প্রতিক্ষায়!