বৃষ্টি ভিজিয়ে দাও, শুদ্ধ করো,
শ্বেতচর্মে আক্রান্ত ভূখণ্ডের পিঠটিকে
বানিয়ে দাও সবুজ চরাচর।
হৃদয়ের ধূ-ধূ বালুচর হয়ে যাক
জলবতী নদী।
ভাসিয়ে দাও নপুংসক পুরুষাঙ্গে
বয়ে চলা বীর্যের স্রোত।
কালোটাকা ভেসে যাক,
অবলীলায় ভাসিয়ে দাও সকল পাপাচার।
বৃষ্টি এসো,
অনাবাদী জমিতে উর্বর হোক চাষাবাদ।