তোমার-আমার পাঁজরের হাঁড়গোড় দিয়ে
একটি কল্পিত স্ট্যাচু নির্মিত হতে পারে
যার বুক জুড়ে থাকবে গোলাপের পাঁপড়ি,
ঠোঁটে চুমুর প্রতিবিম্ব!
স্ট্যাচুর ভাষা বুঝবে হয়তোবা বৃক্ষ ও পাখিরা...
তারাই নাহয় আমাদের গোপনীয় সম্পর্কের
তরজমা সমূহ পাঠোদ্ধার করবে!
আমরা জানি সুন্দরী হেলেনের জন্য ট্রয়
ধংস্বপ্রাপ্ত হলেও রচিত হয়েছে মহাকাব্য।
তদ্রূপ আমাদের জন্যও বৃক্ষ ও পাখিরা নাহয়
খুঁজে নেবে কবিতার শব্দাবলী।