গৌড়-সমতট কাল পেরিয়ে অনেকদূর...
মনুষ্যলোক-সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠি-
নগ্নতার মগ্নতায় মজি!
আমরা কেউকেউ উন্মাদ!
কিংবা কারো-
সুরত পাল্টে যায়-কেউটেরূপে।
অবশেষে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ে,
তেমনি সিংহের বুক নেতিয়ে যায়।
কেউবা-
ধাক্কা খেয়ে খেয়ে পড়ে যায় ব্লাকহোলে।