বিলোপিত প্রেমের কিছু খসড়া হঠাৎ সামনে এসে গেলো, শতাধিক প্রেমপত্র! কোনো এক ব্যাক্তির মুখে শুনেছিলাম "প্রেমের মৃত্যু ঘটে বিয়েতে" সত্যিই তো গোপন লালসা যদি না থাকে সুখের উম্মাদনা কি বুঝা যায়? বুক দুরুদুরু কাঁপতে থাকবে, চুমুতে জাগিবে প্রকৃতির সজীবতা, মস্তিষ্কে ভীড় করবে প্রেমের কবিতা, গোলাপ সুরভিত রুমাল, কল্পনায় প্রেমিকার ছবি আঁকা, পাহাড় ও সমুদ্রের বুকে কান পেতে প্রিয় নামটি শুনা! সবটায় ছিল...
অনুভূতিগুলো বিয়ের পর ক্রমশ বিলীয়মান!