তোমাকে প্রথম দেখেছি কলেজের করিডোরে
সাদা-নীল সালোয়ার কামিজ পরিহিতা
ছিপছিপে শরীরি গঠন, নীলাভ দুটি চোখ, স্নিগ্ধ হাসি।
স্থির তাকিয়ে ছিলাম অপলক,
তীব্রবেগে হৃদস্পন্দন উঠানামা করলো
বুঝে নিলাম প্রেম!
ভাবনার অতলে নিমজ্জিত হয়ে খুঁজতে থাকলাম তোমাকে
একটি মুহুর্ত দেখার জন্য হৃদয়ের সেকি ব্যাকুলতা....
অজস্র স্বপ্নের জালবোনা...
অজস্র শব্দ নিয়ে খেলা করা।
সেদিন তোমার কাছ থেকে চেয়েছিলাম একটুকু ভালবাসা। কিছুটা উষ্ণতা!
উষ্ণতায় মেপে নিতাম প্রেম।
চেয়েছিলাম সুরভিত সকাল কিংবা বিকেল।
চেয়েছিলাম জীবনের আড়মোড়া ঘুচিয়ে সজীব স্বপ্নের জালবুনতে।
বিশ্বাস করো মৃত্তিকা...
অনুভবে তুমি আছো, সারাক্ষণ।
(ডায়েরীর পাতা থেকে ২৭/০১/২০০৩খ্রীঃ)