সরু গলি পাড় হয়ে যেতেই দেখলাম
পাড়ার পোলাপানের বেশ সরগরমভাব,
কিছুটা ইতস্ততভাবে সামনে পাড়ি দিতেই
একটি রাজনৈতিক সমাবেশে
কতিপয় নেতার ভুলভাল বক্তব্যে মনটা
বেশ খিচিয়ে গেলো!
এটা ভেবেই শান্তনা খুঁজলাম-
ষাটোর্ধ মুরুব্বি যারপরনাই বিরুক্তি নিয়ে
হাঁটতে হাঁটতেই নেতার চৌদ্দগোষ্ঠীও উদ্ধার করছে।
একটু পরেই সমস্বরে শব্দ-
ওমুক ভাই জিতেছে শুভেচ্ছা, স্বাগতম"
আভ্যন্তরীণ সগোক্তিতে কম্পিত পথঘাট!
কেঁপে উঠলো ইব্রাহিম সাহেবের বুক,
যার বুক চেতনার শেকড়।
ততক্ষণে বিষ্ঠা ছিটিয়ে দলবেঁধে উড়ে গেলো কাকপক্ষী।