সকাল থেকেই আকাশটা ছিঁচকাঁদুনে
মনটাও আজ বিদ্রোহ করে চলেছে
বারবার ফিরে ফিরে আসছে
একটি পরিচিত মুখ, কতগুলো স্মৃতি
এবং দুঃখাবহ এক নদী....!
একটি ছোট্ট হলরুম, সাহিত্য আড্ডা,
একখানা কবিতার বই হাতে
অপূর্ব এক তরুণী মুখের আগমন,
নীলাভ চোখ, সুচাগ্র চাহনী
এবং খুব কাছাকাছি আসা কতগুলো মুহুর্ত!
আজ বেদনাবোধের তীব্রতা ছুঁয়ে যায়
মৃত্তিকাকে বড্ড বেশী মনে পড়ে
হৃদয়ের গহীন ভেতর--
বিষন্ন এক সুর বেজে চলেছে!