দ্রুতিহীন চোখ, দূরে সরে যাচ্ছে আলোকরেখা।
খুব নিকটে এসে দাঁড়ালো সামন্ত প্রভুদের কুঁজো বিড়ালগুলো।
একদল পোনাপানের বুনো উল্লাস।
প্রিয় সুরঞ্জনা, মৃত্তিকারা খানিকটা পাল্টে গেছে...
সর্বত্র ভ্রূণ সঞ্চারিত গোপন উল্লাস।
বিষণ্ণবদন!
এই শহরের প্রিয় মানুষগুলো হয়ে যায় ভীষণ অচেনা।
অপ্রকৃতস্থ শব্দাবলী ভিড় করছে,
কবিতারও যে বড্ড আকাল নেমেছে!