পাড়াগাঁয়ের বাদামী রঙ মেখে মেখে,
অনেকটা গোত্তা খেতে খেতেই জীবনের বাঁকবদল!
রোমাঞ্চকর অনেকগুলো স্মৃতি  তাড়িয়ে
গোপন দরোজায় কড়া নাড়তেও শিখে গিয়েছিলাম!
হঠাৎ-ই একদিন-
নর্তকীর খোলা বুকের ঝংকারে কেঁপে উঠতে গিয়ে
প্রচণ্ডভাবে বুঝে গিয়েছিলাম প্রলেতারিয়েত!
এবং জানলাম
শ্রেণি সংগ্রাম!
পদ্মা, মেঘনা, যমুনার কূল ডিঙ্গিয়ে
কিউবা,
ভিয়েতনাম,
প্যালেস্টাইন
আফ্রিকা
কিংবা
ল্যাতিন আমেরিকার
গহীন অরণ্যেও দেখেছি
মুষ্টিবদ্ধ দুই হাত!

মাও,
চে,
কাস্ত্রো,
হো চো ,
ম্যান্দেলা,
শেখ মুজিব
হয়ে উঠেছিল জীবনের অনুসঙ্গ!

অবশেষে
দীর্ঘ সংগ্রামের পথ হেঁটে হেঁটে...
দেখছি-
তেঁতে উঠেছে হাইব্রিড প্রজন্ম
সেখানে-
শ্যামাঙ্গীনির ঠোঁট
রক্ষিতার বুক
গোপন সন্ধুক
এবং
বিশাল মঞ্চ!