মারণাস্ত্রকালের অস্থির প্লাবনে-
মানুষের তীব্র দৃষ্টি যেনো
তমসাবৃত পৃথিবীর হলুদ সংকেত!
মর্ত্যেধাম যেনো দ্রোপদীর নগ্ন চিত্রকল্প!
তদ্রুপ চেনা শব্দগুলোর প্রতিবিম্ব হয়ে ওঠে
শীৎকার, চিৎকার, ছারখার....
বিস্মিত হবো,যদি না সুন্দরী রমণীর
চুমুতে থাকে গুপ্তবিষ!
তবুও প্রার্থনা-আপাতত শক্তিধর
পুরুষ পদানত হোক,
বিনাশিত হোক মারনাস্ত্রকাল!