কবিতা, চাঁদনী রাত, বিট জেনারেশন
দীর্ঘকালীন প্রেম, অনুভূতির সেকাল
স্বপ্নময়!
এবং
আজকের এই সময়
উদ্ভট খেলা খেলছি!
সবুজ ক্যাম্পাসের ফুলগুলো ঝরে পড়ে,
কবিতার পাতাগুলোও ঘুণে ধরেছে।
বলাকায়, সবুজ আড্ডায় হলুদ রঙ!
চটুল, তুমুল, মার্কামারা হিসেবের খাতা সচল!
অবশেষে বিক্রি হচ্ছে কবি, কবিতা।