নক্ষত্রের চোখে তোমাকে দেখিছি
এক অপূর্ব মহিমা, বিশাল বিস্ময়!
সুবিন্যস্ত যেনো দেহলতা,
পর্বতসম বুকের উষ্ণতা, নীলাভ দৃষ্টিরেখা।

এ ছবি আঁকেনি লিওনার্দো, ভ্যানগঘ
যামিনি রায় কিংবা সুলতানদের কেউই!

তুমি!
আমার বুকে প্রশান্তবদন
উর্মিলিত হাওয়া...

তোমার জন্য এ মন.....
সুরেখাভেদ করে উড়ে যায় দূর
আকাশের সীমানায়,ভালবাসায়....

এসো, এসো তুমি....
শরীরে শরীর ছুঁয়ে যাক,
বিজয়ের ডঙ্কা বাজাক দুই ইঞ্চি তলোয়ার।