দিনদিন আমাদের কন্ঠস্বর নিস্তরঙ্গ এবং ভোতা হয়ে যাচ্ছে
আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে শয়তানের সহোদর এবং নতজানু কমরেড
প্রতিদিন এতএত লালরক্তের পয়গাম আসে তবুও জেগে ওঠে নষ্ট মানুষগুলো
আমাদের দারিদ্র বার্ধক্যপীড়িত তাই স্বাধীনতা শব্দটি অর্ধ পরাজিত
জীবনের পাণ্ডুলিপিটাও রচিত হচ্ছে অনেকটা ছেড়া মশারীর মতো!
কচুবনে মুখ লুকাতে থাকে আমজনতা, চোখটাও যে বেঁধে রাখতে হয়!
আর আমাদের যারা প্রতিভূ, ওদের হাতের মুঠোয় বিষ।
আমি, আমরা বিবর্ণ পুতুল! তাইতো নির্মমতাকেও সাদরে গ্রহণ করি!