ক্রুদ্ধ সময়, জুয়াখেলায় মত্ত মাতাল
শব্দরা বয়ে বেড়াচ্ছে!

অপমানিত, বিষন্ন বোধের নিরিখে-
মাঝেমধ্যে ভীষণ উৎকর্ণ হয়ে উঠি!

এই জীবন-
স্তব্ধতা ছাড়াও আছে দূরবতী প্রতিধ্বনি!

আরণ্যক মাদকতাহীন
ক্লেদাক্ত দেহ বয়ে বেড়াতে বেড়াতে
বিষ জমে যায় রক্তে!

বাতাসে নেই চঞ্চলতা-
আদিম সাম্যের পথ লুটে গেছে।

মহাকালের অস্থিমজ্জা শুষে-
কালো-কুলো বিবরে আচ্ছাদিত পৃথিবীর বুক।