শ্রেণী বিভাজনের দগ্ধ পুঁজে আক্রান্ত আমার শহর
এখানে প্রতিনিয়ত বলাৎকার হয় সৃজনীর রূপ যৌবন!
কোনো কোনো দিন শুনতে পাই প্রজাপতির কান্না,
টেবিলে কিংবা বিছানায় টুপটাপ ঝরে পড়ে শব্দ!
ক্রমশ ধূসর হতে থাকে দেয়ালে ঝুলানো বিপ্লবী চে 'র ছবিখানা।