বেহেশতে যাওয়ার অতিমাত্রায় ইচ্ছে আমার
ঝাড়লন্ঠন জ্বালিয়ে যদি পাড়ি দেয়া যেতো!
জানি-এই বিস্মরণে-
শরীর থেকে মন সর্বত্র একেশ্বরবাদ,
ঈমান-আমল-আকিদার সুগভীর এই পথ
বড্ড কন্টকাকীর্ণ,
পাড়ি দিতে হবে উত্তুঙ্গ সমুদ্রে সাঁতরিয়ে।
অথচ-এখনো আমি হেঁটে চলেছি...
শয়তানের ধোকায়, পরিকীর্ণ মিথ্যা আবরণে,
চাকচিক্যময় আলোকসজ্জা, রমণীর
স্তনোস্ফীত বুক, অর্থ, বিত্ত, ক্ষমতা
আমাকে গিলে ফেলতে চায় বারবার!
জন্ম থেকে অদ্যাবধি এই শহর জুড়ে
পাপের অজস্র কোলাহল,
পাপবিহীন খুববেশী দৃশ্য চোখে পড়েনা!
পাপ সাম্রাজ্যের অবৈধ সঙ্গমে গড়ে উঠা
এই প্রাচীর ডিঙ্গিয়ে কতটুকু যেতে পারি জানিনা...
তবুও আমার বড্ড ইচ্ছে বেহেশতে যাওয়ার!