সিলভিয়া প্লাথ,অরুন্ধতী,
এলেন গিন্সবার্গ,টেড হিউজেসগণ
আসুন-আলোতে কিংবা অন্ধকারে!
কিছুক্ষণ আপনাদের শব্দবহ
আবেগ ও মিশ্ররাগ নিয়ে খেলা করি।

কেননা,
আমি যে শহরে বাস করি সেখানটায়
যান্ত্রিকভাবে এগিয়ে যাওয়া খিস্তিখেউর
এক ধরণের শিল্পযোগ বলা যায়!

এবং
রাজনীতিও
ময়ূরী,মুনমুনের মেদযুক্ত নিতম্বের মতো ডুলে,ঢলে!
বারবনিতার গন্ধ শুকে নেয় কেউকেউ।