আজও মঞ্চে বেশ হুড়োহুড়ি,
নাদুসনুদুস চেহারা সদৃশ নতুনের আগমন,
ঈষৎ বাঁকা চোখে তাকিয়ে কিছু একটা
ভাবছেন মাননীয় সভাপতি!
ক্ষণে ক্ষণে ময়দানে উত্তেজনা, হট্টগোল
নর্দমায় স্তুপে-পবিত্র ইশতেহার!
ক্রমশ; রাত বাড়ছে ,নিয়ন আলোয়-
সংস্কৃতির পথ আটকে যায় বাণিজ্যের অতলে!