'
পাঠার দল সমস্বরে পদাবলীর গীত গেয়ে যায়-
টিকটিকির মতো আমরাও কোমর দুলিয়ে নাচি
মাঝেমধ্যে গোঁয়ার গরুর মতো হাম্বা হাম্বা চিৎকার করি!
অন্যত্র আমাদের অন্তঃপুরে বন্টন প্রক্রিয়ায় নব্য ভূস্বামীর দল...
ঠোঁট রঞ্জনী মাখানো সুঠাম সুন্দরী বুলি কপচিয়ে
আমাদের ভুলিয়ে রাখে.....
হাভাতে বাঙালী- বীহাইভ ব্রান্ডির গন্ধ শুকতে ভালবাসি,
"বাংলাদেশ এক মাতাল অশ্ব" বলেছিলেন নির্মলেন্দু গুণ।