হুররম কিংবা মেহেরুননেছা হেরেম কূটনীতি কিংবা প্রাসাদ জয়ের নায়িকাগণ এবং এই সময়ে আমাদের সুশ্রী গৃহিণীদের মধ্যে মাঝেমাঝে মোলাকাত হয়!
আমরা অধমগণ মধু শুষে খাই, গন্ধ শুকি, অত;পর
ঢেঁকুর তুলতে তুলতে রূপের অতলে কিংবা দুই ইঞ্চি পরিমাণ জমির কর্ষণে, ঘর্ষণে, নটিনী, তটিনীগণের তন্ত্রমন্ত্রে হেরে যায়;
হুররম কিংবা মেহেরুননেছাগণ পুনঃ পুনঃ জীবিত হইয়া আমাদের সুশ্রী গৃহিণীদের কবজ লাগিয়ে দেয়
অতপর; আমরা অধমগণ বিষবাষ্পে পতিত হই।