আগষ্ট আসলে আত্মপরিচয়ে য়ে বিব্রত হই
এই মাসটাতে খুনী প্রেতাত্মাদের দেখি বারবার
যারা হত্য করেছে পিতা ও তার পরিবারকে।
রক্তে আগুন জ্বলে..
যে ছিল বাংলার মুকুটবিহীন রাখাল রাজা
স্বাধীনতার মহানায়ক, তাঁর বুকে বিঁধল বুলেট।
আমাদের মা, আমাদের রাসেল, কামাল, জামাল
তাঁদের রক্তের ঋণ এখনো শোধ হয়নি।
এখনো আমরা প্রতিদিন, প্রতিরাত অপেক্ষা করি
যে খুনী এখনো পলাতক, যে খুনীর উত্তরসূরী
ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত
ফাঁসিতে ঝোলানো দেখবো তাঁদের।
পিতা, তুমি আমাদের দিয়ে গেছ
স্বদেশ প্রেমের চেতনা,
সোনার বাংলা গড়ার প্রত্যয়
রেখো গেছ তোমার সাহসী উত্তরসূরী
যার দীপ্ত নেতৃত্বে আমরা আছি অতন্ত্র প্রহরী।