অস্তিত্বের প্রগাঢ় অনুভবে নারী মুখের একটিই প্রতিচ্ছবি- তুমি
অনেকটায় রক্তসন্ধ্যা আকাশের মতোই বিভা ছড়িয়ে আছো,
অপ্সরীদের মতো উজ্জ্বলতা ছড়িয়ে হৃদয়ে অবিরত
তোমার উপস্থিতি
সমস্ত নির্জনতা ভেদ করে জলের মতো শব্দ করে আমার বুকে
দেহতত্ত্বের শাখা প্রখাশায়, জীবনের সুক্ষ্ম পদচ্ছাপে কিংবা
সময়ের মৌন অগ্নি, তন্ত্র-মন্ত্র, নিষ্কলুষ মনুষ্যত্বের
ভেতরেও
তুমি জেগে থাকবে বিস্ময়বহতায়, শরীর বিস্মৃত ভালবাসায়
শোভাতুর কামার্ত নারী হয়ে প্রসন্ন বর্ষার মতো তুমি বিলিয়ে দেবে যৌবন
বৈভবের অন্তরালে আমিও তরঙ্গে তরঙ্গে ভেসে যাবো...
সেই উন্মীলিত মুহূর্তের শ্বেতাঙ্গিনী আলোয় জন্ম নেবে উত্তরাধিকার।