ভোগবাদী মানুষের অগ্রযাত্রা চলছে,
কামশাস্ত্রের বিকাশও ঘটে চলেছে!
লাসভেগাস থেকে শুরু করে....
শ্যামলিমা বাংলা পর্যন্ত!
নারী ও পানীয়!
ডলার, ইউরো, টাকা, মুদ্রাযোগে...
ব্রোথেল গুলোতে চলছে প্রলংকরী নৃত্যকলা। অন্যদিকে...
শ্বেতশুভ্র টাওয়ার থেকেও উড়ে আসছে
কিছু কিছু ফরমান..কোথাও কিছু ধ্বংস হবে, কিংবা
মৃত্যু কেঁড়ে নেবে নারী, শিশু, বৃদ্ধা!
ঘূর্ণায়মান পৃথিবীর পথে পথে ঘুরছি
সাদা-কালো কিংবা পৃথিবী দেখছি।
মানুষ দেখছি, তেমনি দেখছি
মানুষরূপী জন্তুজানোয়ার!
বস্তুর স্বাদ নিচ্ছি, রক্তেরও স্বাদ নিচ্ছি!
লাল লাল ছোপছোপ রক্ত,
রক্তধারা বইছে অনর্গল।
ভোগবাদী সুখ! যৌনতা! নগ্নতা!
সভ্যতার অগ্রযাত্রা যেমন, বিভীষিকাও তেমন!
প্রতিটি দিন কাটে অস্থিরতায়..
অশরীরি আত্বাগুলো করছে প্রলয়নৃত্য!