চারদিকে ভর করে আছে চরম অসভ্যতা!

চলমান অসভ্যতার চেয়েও
ধাবমান ট্রেনের গতিরোধ করা
হয়তোবা তারচেয়েও সহজ।

সময়ের কাটগড়ায় দাঁড়িয়ে আছি,
চোখ ঠারাচ্ছে নেকড়ে বিড়াল।

প্রলুদ্ধ করেছে
নব্য সামন্ত প্রভুদের লম্বা হাত!

চকচকে শ্বেতশুভ্র বাক্সগুলো থেকেও
বেরুচ্ছে বিশালাকার লন্বাকৃতির হাত!