ভলবাসা চুলোয় যাক
আমার চাই গয়নাপাতি।
কবিতার ভাত নেই
কাঁড়ি কাঁড়ি টাকা চাই।
চারদিকে চেয়ে দেখো
অট্টালিকার সমাহার।
গাড়ী,বাড়ী টাকা দাও
ভালবাসা বুঝে নাও.....
নৃত্য দিনের অশান্তি
আর করিস না প্রেয়সী।