বাতাসে উড়ে বেড়ায় অনুজীব
বুকের জমিনে বাজে সুতীব্র হাহাকার,
দৃশ্যমান শবযাত্রা, বিরান উপত্যকা!
ঘড়ির কাটা মন্থর, সময় টালমাটাল
ঈগলের গান সমেত ভবিতব্যের ধ্বণি
বটবৃক্ষের পাতা ঝরে পড়ে,
নরম জোৎস্নার ঘরে শকুনের সহবাস!
সন্দুকেও ঢুকে পড়েছে বিষধর সাপ-
হৃদপিণ্ড লাফাচ্ছে উর্ধশ্বাসে-লাফাতেই থাকুক!
তোমার জন্য রেখে গেলাম-
কনিষ্ঠ আঙুলের ডগায় একবিন্দু রক্তপাত!