রাক্ষসী অন্ধকারে হেঁটেই চলেছি....
মহাপাপিষ্ঠ কিংবা মহাপুরুষের বুকে
আচড় খেয়ে খেয়ে অনেকটা সময়
ঈশ্বরের কাছে নতুন করে জন্মভিক্ষা চেয়েছি।
ময়ূরাক্ষীর হেরেমখানায় ঢোকঢোক
গিলেছি এলকোহল জাতীয় পানীয়!
মধ্যরাতে ডুবে গিয়ে উর্বশীর বুকে চড়ে
স্বপ্ন খুঁড়েছি।
অনাহুত সময়ের বিষাক্ত চুম্বনে
বাগাড় উগড়ে দিয়েছি নোনাজলে!