কিসের ঘন্টা বাজে! অন্তরীক্ষে ম্রিয়মান সূর্য
রাজা যায় রাজা আসে -সোনার দেহ যে পুড়ছে!
সুঁড়িপথে হেঁটে চলে পরাধীন শব্দরা,
এই তো দেখছি-সত্য পুচকে মেয়ের মতোই আহ্লাদী!
কবি কিংবা সম্পাদক কিংবা যাদের আমরা বলি বুদ্ধিজীবী
তারাও কী হাড় ও মাংসের উত্তেজনা হেতু উত্তরহীন!
কখন যে দেয়াল টপকে সাপ আসে ঘরে...
সত্যিই তো, আমরা ঘরকে ভীষণ ভালবাসি!