স্মৃতি- বিস্মৃতির খেরো খাতায়
বারবার ভেসে উঠে তোমার মুখখানা
একটি তিল, টোল পড়া হাসি
বেগুনী রংয়ের জামা পড়তে প্রায়শ;
চন্দ্রনাথের সিঁড়ি বেয়ে
আমাদের সাথে সমান্তরাল পথ চলতো
রবী ঠাকুর, জীবনানন্দ, সুনীল, জয়গোস্বামী
"ভালবেসে সখি নিভৃত যতনে "
কিংবা "পৃথিবীর সব প্রেম আমাদের দু- জনার মনে"
কথা হতো চোখের ভাষায়,
শরীরি উত্তাপ ছিল প্রবল!
সাথে পাহাড়ের গান, কান্নাও
অনর্গল শিস দিতো চেনা অচেনা পাখিগুলো।
প্রতিশ্রুতির মালা পড়িয়ে দিতাম
আমি তোমাকে, তুমিও....