আশ-নিরাশার দোলনায় কত যে রঙিন স্বপ্নের ফানুস উড়িয়েছি
কখনো কখনো সন্মুখে কালসাপের ফনা,
আমার এই জীবন নিতান্তই সাদামাটা সন্তরণ,
কখনোবা মরণফাঁদে আটকে যাওয়া থেকে পুনরায় বেঁচে উঠা!
জাতপাতহীন, ছন্দগন্ধহীন জীবন!
মাঝেমধ্যে স্বপ্নঘোরে...
ধুলিকনা, খড়কুটো কিংবা জলের শিরা-
উপশিরায় হাঁটতে থাকি।
রূপান্তরিত সময়ে,
আড়মোড়া ভেঙে দেহের সাধনায় মত্ত হতে গিয়ে
ছিঁড়ে কুটে ফেলি সমস্ত আকাঙ্খা...
শরীর এবং কবিতা একবর্ণে শুষে নেয় প্রকৃতি
তবুও ঝর্ণাতলার নির্জনে সুখ খুঁজি।