অদ্ভুত এক ক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, নাসিকা রন্ধে এরোসল এর মতো উৎকট গন্ধ ভাসে। জীবন-মৃত্যুর হিসেবি খসড়া বয়ে চলেছে অহর্নিস।
প্যাক প্যাক শব্দ তুলে দলে দলে যেভাবে স্বচ্ছ জলে ঝাঁপিয়ে পড়ে হংসীদল কিংবা কুটকুট শব্দ করে বাঁশপুটা করে চলে কাঠঠোকরা...
আমার ভেতরেও তেমনি কিছু অর্থহীন শব্দযোগ-সংগম চলছে।
অদ্ভুত দোটানায় বড্ড এলোমেলো হয়ে যাচ্ছি।
ক্রমশ ক্ষীণ হয়ে আসছে দৃষ্টিরেখা।
একজন প্রতিভূ হঠাৎ পতনের হুংকার দিচ্ছে! আকাশপানে চেয়ে দেখি শুধুই শূন্যতা।