শূন্যযোজী আমার প্রান্তর
প্রচণ্ডমূর্তি ধারণ করে আছে দুঃখাবহ
কালশিটে, বুকেপিঠে রুদ্রাক্ষমালা!
একজন লীলাবতীর চোখে অশ্রু গড়িয়ে যায়
আমি হেঁটে যায় লীলাবতীর চোখের কালিমায়।
আরো দূরপথে বনপাখিদের নৃত্যগীত,
শাস্ত্রীয় সুরভেদ করে-
একখণ্ড আকাশ ভেঙে পড়ে, আমিও!