সময়ের চাকা ঘুরছে বিরামহীন
অসংগত ভাবে চলছে, খেলছে!
হাইব্রীড প্রজন্মের কাছে দায়বদ্ধতার
বেড়ি পড়ে আছে লাজহীন মেনোফেষ্টু!
পুঁজিতন্ত্রের মন্ত্রবানে...
ঝাকে ঝাকে উড়ছে কাকপক্ষী!
বিষ্ঠায় ঢেকে যাচ্ছে সাদা চাদর!
শৃগাল গোষ্ঠীও করছে লীলা,
লুটোপুটি খাচ্ছে, খা, খা, খা।
খেতে খেতে মরবি শালা!
তোদেরও যেতে হবে একদিন
সাড়ে তিন হাত ঘরে
অজগরটি আসছে তেড়ে......!