গাঙচিলগুলো উড়ে উড়ে যায় দূর আকাশে
সমুদ্রের বালুতটে
তেমনি আমার মন উড়ে উড়ে যায়।
খুঁজে ফিরি সেদিনগুলো।
মনে পড়ে তোমার নাম দিয়েছিলাম আফ্রোদিতি।
তুমি ছিলে আমার প্রেমদেবী।
আলোর সোপান স্বরূপ একটি লাইটার
উপহার দিয়েছিলে আমাকে।
তোমার ভাবনায় ছিলো আলো এবং পবিত্রতা।
মনে পড়ে যায় সেদিনের সে সাহিত্য আড্ডা,
এভারগ্রিনের হলরুম
চোখাচোখি দু-জন,
এরপর প্রেম উপাখ্যান,
সাক্ষী সমুদ্র,পাহাড়।
তুমি ছিলে প্রগতিবাদী, ছাত্র রাজনীতির তুমুল সময়ে আমার অনুপ্রেরণা।
প্রেম এবং গণতান্রিক সংগ্রাম চলতো সমানুপাতিক।
তোমার দেয়া নিরানব্বইটি চিঠি এখনো সযত্নে রেখে দিয়েছি, আলোড়িত হই।
তুমি আমার হৃদয় হরিণী এবং ভালবাসা।