সময়ের দ্বার বেয়ে চলছি..…
সম্মুখে হা করে আছে কতিপয় অজগর!
মাঝেমধ্যে বিবর্তণ শব্দটিরও
ঘটে চলেছে উল্টোমুখী যাত্রা
সভ্যতার ভুল পাঠ কিংবা
হতে পারে অসভ্য বীর্যারোহণ!
তবুও স্বপ্নমগ্ন এই শহরে
আফ্রোদিতির শরীর ছুঁয়ে ছুঁয়ে
পুনরায় প্রস্থান-
যেখানে শুধুই অন্ধকার!