বাবার নামের ধর্মশালা
ভেঙ্গে চুরে জলে ফেলা
হাঁস মুরগী গরু ছাগল
তুলে এনে কাবাব বানা।
ওদের নামে দান খয়রাত
পায়েতে সেজদা করা
মূর্খ বলেই এমন স্বভাব
আলোর মাঝেও হরকরা।
বোকার দলে রাজত্ব তার
এদের দিয়েই বাড়ায় মান
ফেলে তোদের নর্দমাতে
স্বপ্ন দেখায় আকাশ সমান।
সাধ্য কি তার তোকে দিয়ে
তৈরী করায় রং মহল
নিজেই সে পরের গোলাম
সংকীর্ণ তার জীর্ণ আমল।