সবুজ শ্যামল মাঠে আজ নারীর চরণ
আকাশ পথে সমান তালে করে বিচরণ
নারীতে মগ্ন আমি; বাঁধি তাঁর সাথে ঘর
তাকে ছাড়া শ্যামল বৃক্ষ হারায় তার রঙ।
নারী আজ দিচ্ছে সেবা; সেবিকা সেঁজে
তাকেই করি প্রনাম; লোকে বলুক বাজে
নারীতে মিশে আছে সুখ - দুঃখের ছোঁয়া
তাকে ছাড়া মিছে হয় মোর; দুনিয়ার মায়া।
নারীকে করো না খাঁটো; কভু অবলা নয়
তাঁর হাতের কোমল স্পর্শেই হবে বিশ্ব জয়
চলার পথে তাই কভু; পেয়োনাকো ভয়
তাতেই লুকায়িত দেবতা; নেই কোন ক্ষয়।
রাত্রিতে সাজায় যে, বিছানার চাদর
সূর্য তাপে ঘাম মুছে করে সে আদর
নিজেকে বিলিয়ে যে, সাজায় শুধু ঘর
পুরুষ বলেই কভু ক'রো না'কো পর।