উতলা সাগরে মাতাল আমি
উন্মদ আমার মন
দিনের আলোয় তারা খুঁজি
হয় প্রভুর অপমান।
বেহুশ আমি বিদীর্ণ প্রাণ
ঘন্টা বানাই পাহাড় সমান
সুধাই তাদের কণ্ঠ নীড়ে
প্রয়াস আমার রয় বহমান।
রণ তুর্জে বর্ষে ধারা
পাগলা হাওয়ার নেই কিনারা
সবাই কেমন বাঁধনহারা
ত্রি-ভুবন আজ দিশেহারা।