এখন সবাই স্বাধীন হতে চায়!
ঘর কুণো বা সূতোয় বাঁধা
সে যেন অসাধ্য সাধন।

ঘরের ছাঁদ আজ বন্ধী শিকড়!
পোষা ময়না চায় মুক্তি
মানুষ হতে চায় উন্মুক্ত।

বয়সের ভারে নতজানু বৃদ্ধ!
হুঙ্কারে কম্পিত দেহ
হস্তে তুলে নেয় অস্ত্র।

বুকের ভিতর জমা অতৃপ্ত বিষাদ!
কিশোর দেহে বহে জ্বালা
মুক্তি পাগল জনতা।