আমরা রক্ত দেব
হয়তো রক্ত দেবার জন্যেই এসেছি
নয়তো বুকের পাজর চেঁড়া আর্তনাদ
এক ফোঁটা রক্তের বিনিময়ে শস্য।
হয়তো তোমাদের জন্যেই আগমন
লাল, নীল হরেক রঙে সাজাবো
তোমাদের কুঠিরের একেকটি ইট
আমার ঘামে তৈরি হোক শক্ত ভীত।
তুমি, তোমরা সুখে থেকো
তোমাদের স্বপ্ন মাঝে বিলীন হব
আমরা জাগবো নব সৃষ্টির ক্ষুদায়
ধরনীর বুকে চড়িয়ে থাকা আবর্জনায়।