আমি জীবন দিতে পারবো না সত্য
শপথ একফোঁটা রক্ত দিবো নিত্য
দিকে দিকে ছড়াক মানবতার ঘ্রাণ
তাতে সজীব হোক জীর্ণ প্রাণ।
মানবতা; কমিশনে বন্ধী থাকার নয়
দু-ফোঁটা রক্তের জন্য কী জীবন দিতে হয়
চারিদিকে হচ্ছে আজ মানবতার অবক্ষয়
ক্যামনে হবে এদেশে স্বাধীনতার জয়।
যে ফুল বাঁচাবো বলে এতো যুদ্ধ
ঝরছে সে ফুল আজ অকারণে নিত্য
ফুঁটবে গোলাপ ছড়াবে সুবাস যদি চেতনা জাগ্রত হয়
রক্তের জন্য আর কোন প্রাণ কভু হতে দেব না ক্ষয়।