স্বাধীনতা তুমি নিশ্চুপ কেন?
তোমার আগমনী বার্তায়
সম্ভ্রম হারিয়েছে শত বোন
বৃদ্ধমাতা হারিয়েছে দৃষ্টি।
স্বাধীনতা তুমি নিশ্চুপ কেন?
তোমাকে বরণ করে নিতে
পদ্মা মেঘনা গঙ্গা যমুনা
পূর্ণ হয়েছে তাজা রক্তে।
স্বাধীনতা তুমি নিশ্চুপ কেন?
তোমার কোলে মাথা রাখা
স্বপ্ন দেখা ছোট্ট ছেলেটিও
যখন হাতে নিয়েছিলো অস্ত্র।
স্বাধীনতা তুমি নিশ্চুপ কেন?
যখন হায়নার থাবা বসে মানচিত্রে
স্বাধীনতাকামী বোবা মানুষটিও
প্রতিবাদের তীব্র ভাষা খোঁজে।