তোমার বুকে দেখি
শ্যামলের হাসি; রোদ্রের প্রখরতা
ছিন্নমূলের আর্তনাদে কম্পিত জ্যা
মানবের হাতে বসে হিংস্র পশুর থাবা।
তোমার কোলে আজ
শকুনের বাস; ঊই পোকাদের মেলা
ক্ষণে ক্ষণে সে কুঁড়ে কুঁড়ে খায়
সভ্যতা আর ইতিহাসের পাতা।
তোমার জন্য আজ
কাঁদছে মেঘের কণা; খরস্রোতা নদী
ফুল কলিরা লজ্জা পেয়ে ঢাকে; মনি
জীবন স্রোতে গা ভাসিয়ে হারায় যদি?