যুদ্ধ! তার পর আরেকটি যুদ্ধ
অনিয়মের রাজ্যে প্রতিষ্ঠার যুদ্ধ
ক্ষুদার্থ মুখে দু'বেলা অন্নের যুদ্ধ
সূর্যদয়ে লজ্জা নিবারণের যুদ্ধ।

ঘরের যুদ্ধ! বাইরের যুদ্ধ
ক্লান্ত দেহে সুখ পাবার যুদ্ধ
মানচিত্রের জন্য বেহুশ যুদ্ধ
বিশ্বের বুকে প্রতিষ্ঠার যুদ্ধ।

মায়ের কাছে থাকার যুদ্ধ
বাবার পাশে যাবার যুদ্ধ
বোনের কাছে রাখির যুদ্ধ
ভাতৃত্বের মসৃণ বিবাধ যুদ্ধ।

মনের সাথে পাওয়ার যুদ্ধ
না পাওয়ার সাথে বেদনার যুদ্ধ
কান্নার সাথে হাসির যুদ্ধ
ব্যথার সাথে কষ্টের যুদ্ধ।

দেহের সাথে আত্মার যুদ্ধ
দৃশ্য আর অদৃশ্যের যুদ্ধ
দিন শেষে রাতের যুদ্ধ
দর্পণ আর মুখোশের যুদ্ধ।

যুদ্ধ চাই না! যুদ্ধ!!!